parbattanews

পেকুয়ায় সন্ত্রাসীদের ধারালো কিরিচের আঘাতে আহত-৩

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় পুর্ব শত্রুতার জের ধরে তিন জনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা রাতের আধাঁরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ের পাদদেশে একটি চায়ের দোকানে ওই তিনজনকে উপুর্যপুরি কুপিয়ে মারাত্বক আহত করেছে। স্থানীয়রা মুমর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার টইটং ইউনিয়নের দুর্গম খুইন্যাভিটা এলাকায় গত ২ জুলাই রাত ১১ টার দিকে। আহত তিন জনের অবস্থা চরম অবনতি ঘটলে এদেরকে রাতে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন টইটং খুইন্যাভিটা এলাকার মৃত সোলতান আহমদের পুত্র আব্দু রহিম(৩০),আশরাফজামান এর পুত্র মোস্তাক আহমদ(৪০)ও নাপিতখালী এলাকার ছিদ্দীক আহমদের পুত্র কবির হোসেন(৩৫)।

ধারালো কিরিচের আঘাতে আব্দু রহিমের নাড়িভুড়ি বের হয়ে যায়। তার অবস্থা অত্যান্ত সংকট জনক হওয়ায় তাকে চমেকের নিবিড় পর্যাবেক্ষন আইসিওতে রাখা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। এছাড়া আহত কবির হোসেনের শ্বরীরের বিভিন্ন স্থানে কমপক্ষে ৩০/৩২টি কুপের জখম রয়েছে। তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। অপর আহত মোস্তাক আহমদকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে টইটং নাপিতখালী এলাকার কবির আহমদের সাথে খুইন্যাভিটা এলাকার মৃত বাদশাহ মিয়ার পুত্র খোকনের বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে খুইন্যাভিটা মাঠ নামক এলাকায় শাহাব উদ্দিনের চায়ের দোকানে আহত ওই ব্যক্তিরা নাস্তা করছিল।

এ সময় পুর্ব শত্রুতার জের ধরে একাধিক মামলার আসামী টইটংয়ের আলোচিত দা-বাহিনীর প্রধান খোকন এর নেতৃত্বে কাচারী পাহাড় এলাকার নুরুল হকের পুত্র কাইসার,খুইন্যাভিটা এলাকার কালু,পেকুয়া মাতবর পাড়া এলাকার আজমগীরসহ ১০/১৫জনের অস্ত্রধারী লোকজন অবৈধ আগ্রেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ওই সন্ত্রাসীরা বীর দর্পে ঘটনাস্থল ত্যাগ করেন।

Exit mobile version