parbattanews

পেকুয়ায় সিএনজি ভাংচুর,আহত-১, ধাওয়া

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
পেকুয়ায় অবরোধের ৩য় দিন গতকাল বৃহষ্পতিবার পিকেটারদের হামলায় এক সিএনজি চালক আহত হয়েছে। এ সময় একটি সিএনজি ভাংচুরের ঘটনাসহ পৃথক স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পৃথক দু’টি অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।

পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার সাথে জড়িত টইটংয়ের হাজ্বী বাজার থেকে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। আহত সিএনজি চালক সাহাদত হোসেন(২৫) টইটং ইউনিয়নের হাজ্বী বাজার এলাকার মোসলেম উদ্দিনের পুত্র এবং ওই ইউনিয়ন প্রজন্মলীগের যুগ্ন আহবায়ক বলে জানা গেছে। তাকে ওই দিন স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে গতকাল বৃহষ্পতিবার স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন প্রকাশ মুসু মেম্বারসহ ১১জনের বিরোদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে একইদিন সদর ইউনিয়নের নন্দীরপাড়া ষ্টেশনে পিকেটারদের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

Exit mobile version