parbattanews

পেকুয়ায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন সহায়তা দিলেন হাজি ইলিয়াছ এমপি

pic-m-p-08-10-2016
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জেলা জাপা সভাপতি আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি।

৮ অক্টোবর শনিবার বেলা ১২টায় স্থানীয় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনাকীর্ণ এক সমাবেশে এ ঢেউটিন সহায়তা বিতরণের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সারাদেশে হতদরিদ্র পরিবারের মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ও বিরোধীদল একযোগে আন্তরিকতার সাথে কাজ করছে। দেশকে দ্রুততম সময়ের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত সকলকে সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুর রশিদ খান, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. নাজেম উদ্দিন, জেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী আসমা আক্তার, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহাবুব ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.দিদারুল করিম, সহ-সভাপতি শহিদুর রহমান ওয়ারেচী, সাধারণ সম্পাদক বিডিআর (অব.) মো. জাহাঙ্গীর আলম, জাপা নেতা সাজ্জাদ হোসাইন, মৌলভী আবদুল খালেক, ছাত্র সমাজ সভাপতি এম. আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আরমান প্রমুখ।

Exit mobile version