parbattanews

পেকুয়ায় ১৩ টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে

এ.এম.জুবাইদ,পেকুয়া:
পেকুয়ায় ১৩ টি পূজা মন্ডপে পূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জানা যায়, আগামী ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সারাদেশের ন্যায় পেকুয়ায় ও শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পেকুয়া উপজেলা শাখার প্রত্যেক পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক ও ইউনিয়ন কমিটির সভাপতি/সম্পাদক পেকুয়া কেন্দ্রীয় দুর্গামন্দির আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিসদের সভাপতি সুমন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত সভায় পবিত্র গীতা পাঠ করেন অজিত কুমার নাথ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভ চন্দ্র সুশীল, অর্পন দেব নাথ, রমেশ বিশ্বাস, মাস্টার অনিল চন্দ্র সুশীল, মাস্টার মধু চন্দ্র সুশীল, ডাক্তার সুকুমার দেব নাথ, ডাক্তার পিন্টু বিশ্বাস, ডাক্তার মন্টু বিকাশ নাথ, নিকাশ বিশ্বাস, মিতুল বিশ্বাস প্রমুখ। পেকুয়া উপজেলায় ৬ টি প্রতিমা ও ৫ টি ঘট পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে। এ দিকে পেকুয়ায় পূজা উদযাপনের সময় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুষ্টু, সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে যাতে পূজা করতে পারে সে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ ব্যাপারে পেকুয়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বলে প্রশাসন সুত্রে জানিয়েছেন।  

Exit mobile version