parbattanews

পেকুয়ায় ৪২তম স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এম.জুবাইদ, পেকুয়া:
পেকুয়ায় ৪২ তম স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জানা যায় গত ২০ আগষ্ট বিকাল ৩ টায় শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শুরু হাওয়ার সাথে সাথে আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা চলে। হঠাৎ এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় একটি গোল দিয়ে তার দলকে এগিয়ে রাখে। ফলে প্রথমপর্বের খেলায় বারবাকিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা সেই গোলটি আর শোধ করতে পারেনি।

২য় পর্বের খেলায় ও এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গোল পোষ্টে আরো একটি গোল ঢুকিয়ে দিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে রাখে। নিধারিত সময়ের মধ্যে বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা গোল শোধ করতে পারেনি। ফলে ২-০ গোলে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় জয় লাভ করে। খেলা উদ্বোধন করেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এতে বিশেষ অতিথি ছিলেন রাজাখালী ফৈয়জুনেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম সহ আরো অতিথিরা। 

Exit mobile version