parbattanews

পেকুয়ায় ৪৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

pic pekua samabai

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া : 

পেকুয়ায় ৪৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৪৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকাল ১০ টায় “আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর নেতৃত্বে একটি সমবায় র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা চত্বরে সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফ রশিদ খান জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফ রশিদ খাঁনের সভাপতিত্বে ও মাস্টার হানিফ চৌধুরীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ ওবাইদুল হক, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক মর্জিনা বেগম এমইউপি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা জহির আহমদ, আমরা পারি সমিতির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন, শাপলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক মনছুর উদ্দিন, পূর্ব গোয়াখালী কো অপারেটিভ ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, টি সি সি সভাপতি ছাবের আহমদ, বারবাকিয়া রূপালী কো অপারেটিভ ক্রেড়িট ইউনিয়নের ম্যানেজার ফরহাদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন পেকুয়া সমবায় অধিদপ্তরের অসীম কুমার দে।

Exit mobile version