parbattanews

পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতির জানাযা অনুষ্ঠিত

1

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি ও সাবেক চকরিয়া কলেজের ছাত্র সংসদের বিপি বীর মুক্তিযুদ্ধা আ ক ম সাহাবউদ্দিন ফরায়েজী (৫৫) জানাযা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পেকুয়া শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্সে ৩য় জানাযা অনুষ্ঠিত হয়। এ নামাজ পরিচালনা করেন সাহাবউদ্দিন ফরায়েজীর পুত্র মেহেদী হাসান ফরায়েজী। তাকে রাষ্ট্রীয় সম্মাননায় গার্ড অফ অনার প্রদান করা হয়।

জানাযায় অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান চকরিয়া পেকুযা আসনের জাতীয় সংসদ সদস্য হাজ্বী ইলিয়াছ, কক্সবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ, জেলা মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, জেলা ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল আবচার, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খাঁন, চকরিয়া উপজেলা আ’লীগের সহ সভাপতি ও বরইতলী ইউপির চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌং, সাধারণ সম্পাদক ও ফাশিয়াখালী ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সমাজ কর্মী, বিভিন্ন উপজেলার প্রশাসনিক ব্যক্তিগণসহ সর্বস্তরের জনসাধরণ জানাযায় উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন।


এদিকে জানাযার আগে তার মরদেহ শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স পৌছালে নেতাকর্মীরা শোকার্ত হয়ে পড়েন।
ক্রন্দনরত মানুষের মাঝে বক্তব্যকালে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সি আই পি ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান। জানাযা শেষে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায় গত ৭ অক্টোবর সকালে টইটং ইউনিয়নের বটতলী মালগারা চরায় উপজেলা আ’লীগের সভাপতি আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজী (৫৫) এর লাশ দেখতে পেয়ে পেকুয়া থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সকাল সাড়ে ৭ টায় দিকে পেকুয়া থানার ওসি আবদুর রকিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবার থেকে তাকে নির্যাতন করে হত্যার দাবী করে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেন।

Exit mobile version