parbattanews

পেকুয়া উপজেলা নির্বাচন : প্রার্থীদের হলফনামা

fdgs

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ১ জন চেয়ারম্যান প্রার্থীর শিক্ষা যোগ্যতা বিকম পাশ এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীদের মধ্যে ২ জন এমএ পাশ এবং বাকীরা স্বশিক্ষিত বলে উল্লেখ করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী পেকুয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে শিক্ষাগত যোগ্যতা বি কম পাশ উল্লেখ করেছেন। কৃষিখাত হতে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং দোকান ভাড়া বাবদ ২৬ হাজার টাকা আয় দেখিয়েছেন। তাছাড়াও অস্থাবর সম্পদ বিবরণীতে নগদ ৭০ হাজার টাকা এবং ব্যাংকে পঞ্চাশ টাকা, ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যর একটি টিভি এস মটরসাইকেল, স্ত্রীর দশ ভরি স্বর্ণ যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা, মোবাইল ২টি যার মূল্য ২২ হাজার, একটি ৩২ ইঞ্চি টিভি দেখানো হয়েছে। স্থাবর সম্পদ নিজ নামে ৩ কানি ১৩ গন্ডা, স্ত্রীর নামে ৪ একর, যৌথ মালিকানায় ২০ একর এবং একক মালিকায় ৪ একর যার মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও প্রার্থীর নামে ৫ একর লীজকৃত জমি রয়েছে।

চেয়ারম্যান পদে অপর প্রার্থী উপজেলা আ’লীগের প্রয়াত ছাদেকুর রহমান ওয়ারেচীর পুত্র ও শীলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচীর দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে তার শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত বলে উল্লেখ করছেন। বিবরণীতে আরো বলা হয়েছে, কৃষি খাতে ২ লক্ষ টাকা, ব্যবসা খাতে ১ লক্ষ ৫০ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পদ বিবরণীতে নগদ ১ লক্ষ টাকা, ব্যাংকে ১০ হাজার টাকা, ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ এক লক্ষ টাকা, আসবাবপত্র বাবদ এক লক্ষ টাকা। স্থাবর সম্পদ বিবরণীতে যৌথ মালিকানায় কৃষি জমির পরিমান ২১ একর। এতে প্রার্থীর ৬ একর, অকৃষি জমি ১.০৫ একর, প্রার্থীর ৩০ শতক। আবাসিক বাড়ি যার মূল্য ২ লক্ষ টাকা।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১৯ দলের একক প্রার্থী নুরজ্জামানের দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে তার শিক্ষাগত যোগ্যতা বি এ (অর্নাস) এমএ বলে উল্লেখ করছেন। তার পেশা শিক্ষকতা খাতে থেকে আয় এক লক্ষ ৬০ হাজার টাকা। তাছাড়া নগদ এক লক্ষ ৬০ হাজার টাকা, এক লক্ষ ৫০ হাজার টাকার মূল্য একটি মটরসাইকেল, ৫ ভরি স্বর্ণ যার মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা, আসবাবপত্রের বাবদ এক লক্ষ ৮০ হাজার টাকা উল্লেখ। অস্থাবর সম্পদ অকৃষি জমি নিজ নামে ২০ শতক, যার মূল্য ১১ লক্ষ ৩০ হাজার টাকা।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী তরিকত ফেড়ারেশনের নুরুল আজিমের দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে তার শিক্ষাগত যোগ্যতা এমএ বলে উল্লেখ করছেন। তার কৃষি খাতে ১৫ হাজার টাকা, ব্যবসা খাতে এক লক্ষ টাকা, ব্যাংক আমানত তিন হাজার টাকা আছে। স্থাবর সম্পদ বিবরণীতে স্ত্রীর নামে নগদ এক লক্ষ টাকা, ব্যাংকে তিন হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ যার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা, ফ্রিজ ফ্যান, আলমিরা, সুফা যার মূল্য ৫০ হাজার টাকা। স্থাবর সম্পদ বিবরণীতে নিজ নামে কৃষি জমি ১৬ শতক যার, মূল্য ৩০ হাজার টাকা।

অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আ’লীগের একক প্রার্থী ও টইটং ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার কবির আহমদের দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে তার শিক্ষাগত যোগ্যতা স্বাক্ষরজ্ঞান বলে উল্লেখ করছেন। আয়ের বিবরণীতে, কৃষিখাত হতে আয় এক লক্ষ টাকা, দোকান হতে আয় ৩০ হাজার টাকা, ব্যবসা হতে আয় ৫০ হাজার টাকা, প্রার্থীর উপর নির্ভরশীলদের চাকুরি বাবদ আয় ৫ লক্ষ টাকা উল্লেখ করেছেন। অস্থাবর সম্পদে নিজ নামে নগদ ৩০ হাজার টাকা, স্ত্রীর নামে ৪০ হাজার টাকা, প্রার্থীর উপর নির্ভরশীলদের নামে এক লক্ষ টাকা, স্ত্রীর নামে ১৫ ভরি স্বর্ণ যার মূল্য ৭৫ লক্ষ টাকা,  নির্ভরশীলদের নামে ২ ভরি স্বর্ণ যার মূল্য ৯০ হাজার টাকা,ইলেকট্টনিক সামগ্রীর বিবরণীতে ফ্যান ৬টি যার মূল্য ৯ হাজার, ফ্রিজ ১টি ১৫ হাজার টাকা, টিভি ১টি যার মূল্য ২০ হাজার টাকা, আসবাবপত্র বিবরণীতে খাট ৫টি যার মূল্য ২০ হাজার টাকা, টেবিল ৩টি যার মূল্য ১২ হাজার টাকা, চেয়ার ২০ টি ১০ হাজার টাকা, স্ত্রীর নামে আলমিরা ২টি যার মূল্য ২০ হাজার টাকা, সুকেইচ ২টি যার মূল্য ১০ হাজার টাকা, সোফা ১টি যার মূল্য ২০ হাজার টাকা। স্থাবর সম্পদ বিবরণীতে কৃষি জমির পরিমাণ নিজ নামে ৪ একর যার মূল্য ৮২ লক্ষ টাকা, স্ত্রীর নামে ১.২০ একর যার মূল্য ১২ লক্ষ টাকা, যৌথ মালিকানায় ০.২০ একর, যৌথ মালিকানায় প্রার্থীর অংশ ০.১০ একর যার মূল্য ৩ লক্ষ টাকা, নিজ নামে অকৃষি জমি ০.৬০ একর যার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা, কাঁচা দোকান ৭টি যার মূল্য ৩ লক্ষ টাকা, সেমিপাকা দোকান ৫টি যার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা, বাড়ি ১টি যার মূল্য ৩ লক্ষ টাকা।

অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী জাতীয় পাটি (এরশাদ) এম দিদারুল করিমের দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে তার শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত বলে উল্লেখ করছেন। বিবরণীতে আরো বলা হয়েছে, পেশাগত হতে এক লক্ষ ২০ হাজার টাকা আয় হয়। এছাড়াও স্থাবর সম্পদ বিবরণীতে নিজ নামে নগদ ৭০ হাজার টাকা, ইলেট্টনিক সামগ্রীর বিবরণীতে টিভি ফ্যান যার মূল্য ৩০ হাজার টাকা, আসবাবপত্র বিবরণীতে খাট চেয়ার, টেবিল যার মূল্য ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পদ বিবরণীতে নিজ নামে একটি পাকা বাড়ী যার মূল্য ২ লক্ষ টাকা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৯ দলের একক প্রার্থী লুৎফা হায়দার রনির দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে তার শিক্ষাগত যোগ্যতা এস এস সি বলে উল্লেখ করছেন। বিবরণীতে আরো বলা হয়েছে, কৃষি খাত হতে ৫০ হাজার টাকা আয় হয়। এছাড়াও স্থাবর সম্পাদ বিবরনীতে প্রার্থীর নিজ নামে ৮০ শতক যার মূল্য আট লক্ষ টাকা, স্বামীর নামে ১৫ শতক যার মূল্য ৫০ হাজার টাকা, অকৃষি জমি ৩৬ শতক যার মূল্য ৫০ হাজার, দালান একটি ৫০ হাজার টাকা, বাড়ি ২টি যার মূল্য ৮ লক্ষ টাকা। অস্থাবর সম্পদ বিবরণীতে প্রার্থীর নিজ নামে নগদ ৫০ হাজার টাকা, স্বামীর নামে ৬০ হাজার টাকা, ব্যাংকে নিজ নামে ৫ লক্ষ টাকা, স্বামীর নামে ৭ লক্ষ টাকা, স্বর্ণ নিজ নামে ৫ ভরি যার মূল্য ৩০ হাজার টাকা, ইলেকট্টনিক সামগ্রীর বিবরণীতে নিজ নামে ১৭ হাজার টাকার মালামাল, স্বামীর নামে ১৫ হাজার টাকার মালামাল, আসবাবপত্র নিজ নামে এক লক্ষ টাকা।

অপর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নিগার সোলতানার দাখিলকৃত হলফনামার তথ্য বিবরণীতে তার শিক্ষাগত যোগ্যতা এস এস সি বলে উল্লেখ করছেন। তিনি আরোও উল্লেখ করছেন, কৃষি খাত হতে প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় ৫৫ হাজার টাকা, বাড়ি বা এপার্টমেন্ট বাবদ এক লক্ষ টাকা, ২ লক্ষ ১৬ হাজার টাকা। অস্থাবর সম্পদ বিবরণীতে প্রার্থীর নিজ নামে নগদ এক লক্ষ টাকা, স্বামীর নামে ৫০ হাজার টাকা, ব্যাংকে নিজ নামে ১২ হাজার টাকা, স্বামীর নামে ২৩ হাজার টাকা, স্বর্ণ প্রার্থীর নিজ নামে দশ ভরি, ইলেকট্টনিক সামগ্রী ৮০ হাজার টাকা, আসবাবপত্র বিবরণীর মূল্য ৬০ হাজার টাকা, অন্যান্য ৩০ হাজার টাকা। স্থাবর সম্পদ বিবরণীতে প্রার্থীর নিজ নামে ৫ লক্ষ টাকা, স্বামীর নামে দশ লক্ষ টাকা।

Exit mobile version