পেকুয়া কৃষি ব্যাংকে ঋণখেলাপী সার্টিফিকেট মামলা ১০২ টি আটক ৩

এ.এম.জুবাইদ, পেকুয়া:
বাংলাদেশ কৃষি ব্যাংক পেকুয়া শাখার অধীনে ঋণখেলাপীর দায়ে আদালতের নির্দেশ উপেক্ষা করায় ১০২ টি সার্টিফিকেট মামলা দায়ের হয়েছে। এসব মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীকে পেকুয়া থানা পুলিশ আটক করে আদালতে প্রেরন করেছে। আটক কৃতরা হলো, উপজেলার বারবাকিয়া সবজিবন পাড়ার জসিম  উদ্দিনের ছেলে, মুবিনুল হক, মহিউদ্দিন ও জসিমউদ্দিনের স্ত্রী আরেফা বেগমকে ২৯ অক্টোবর পেকুয়া থানার এ.এস.আই মুনির আটক করেন। কৃষি ব্যাংক সূত্রে জানাযায়, ওই তিন ব্যাক্তির কাছ থেকে ব্যাংক ১লাখ ৫২ হাজার ৩ শত ৮২ টাকা পাওনা আছে।

ব্যাংক কর্তৃপক্ষ আরো জানায়, ১০২টি সার্টিফিকেট মামলার অধীনে ব্যাংক ৩৬ লাখ ১৫ হাজার টাকা পাওনা আছে। এছাড়াও আরো মামলা ওয়ারেন্ট জারির অপেক্ষায় রয়েছে। ২০০৩ সালে পেকুয়ায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ১০ হাজার ৫ শ জন্ ঋন নিয়ে প্রায় ৯ হাজার গ্রাহক ঋনখেলাপীর হয়েছে। খেলাপী ঋণের পরিমাণ ১৩ কোটি ৪৮ লাখ টাকা। বর্তমান ম্যানেজার ২০১১ সালের ২৯ নভেম্বর দায়িত্বভার গ্রহণের পর থেকে ২ কোটি ২৮ লাখ টাকার খেলাপী ঋণ আদায় করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন