parbattanews

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ৯ম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মার্চ) স্থানীয় সমবায় ক্লাবে সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা আ’লীগের উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, মাস্টার আহমদ হোছাইন।

ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা আ’লীগের উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন।  ফলাফলে সভাপতি পদে মাস্টার নাছির উদ্দিন দোয়াত কলম প্রতীকে ২ হাজার ৮শ’ ৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাস্টার মাহাবুবুল আলম প্রজাপতি প্রতীক পায় ২ হাজার ২শ’ ৮৩ ভোট।  সহ-সভাপতি পদে ছৈয়দ বেলাল হোছাইন হরিণ প্রতীকে ৩ হাজার ৩৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাছির উদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক পায় ১ হাজার ৮শ’ ৪২ ভোট।  সাধারণ সম্পাদক পদে তারেক ছিদ্দিকী কলস প্রতীকে ৩ হাজার ৩শ’ ৯৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শাকের ফুটবল প্রতীক পায় ১ হাজার ৭শ’ ২৩ ভোট।  সদস্য পদে মো. আলমগীর মই প্রতীক পায় ২ হাজার ১শ’ ৬৬ ভোট, সামশুল আলম সিলিং ফ্যান প্রতীক পায় ২ হাজার ৩৯ ভোট, মো. ইসমাইল টিয়াপাখি প্রতীক পায় ১ হাজার ৮শ’ ৭৭ ভোট, বাহার উদ্দিন বাসগাড়ী প্রতীক পায় ১ হাজার ৫শ’ ৮৯ ভোট, জাফর আলম মাছ প্রতীক পায় ১ হাজার ৪শ’ ৫৩ ভোট।

নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন পর্যায়ক্রমে মো. আলমগীর, সামশুল আলম, মো. ইসমাইল।

প্রসঙ্গত, নির্বাচিতরা সমবায় বিধি অনুযায়ী শপথ গ্রহণের পর আগামী ২ বছর অত্র সমিতি পরিচালনা করবেন।

Exit mobile version