parbattanews

পেকুয়া চৌমুহনীতে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিলেন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া চৌমুহনী স্টেশনসহ আশপাশে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

গত ২জুলাই বরইতলী পেকুয়া মগনামা সড়কের পেকুয়া চৌমুহনী স্টেশনসহ বিভিন্ন এলাকায় ঘুরে তিনি এ উদ্যোগ নেন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চৌমুহনী স্টেশনে সামান্য বৃষ্টি হলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়।এমনকি বৃষ্টির পানি কোথাও যেতে না পেরে রাস্তার উপর মিনি পুকুরে রূপান্তর হয়।

ফলে জমা থাকা ওই পানির উপর দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলাচল করলে রাস্তার কার্পেটিং এর ফিটনেস কমে গিয়ে রাস্তা দিন দিন নষ্ট হয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। জলাবদ্ধতার দৃশ্য দেখে তাৎক্ষনিক লোক দিয়ে নালা পরিস্কার করে জমে থাকা পানি সরানোর ব্যবস্থা করে চৌমুহনী স্টেশনের ব্যবসায়ীদের কষ্ট লাঘব করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে নালাগুলোর উপর দোকান নির্মান করে দোকান ভাড়া দিয়ে যাচ্ছে এক শ্রেণীর দখলবাজ চক্র। যার কারণে সামান্য বৃষ্টি হলে চৌমুহনী স্টেশনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তা দিয়ে হাটার মত পরিবেশ থাকে না।

সচেতনমহলের দাবী অতি অল্প সময়ের মধ্যে পানি চলাচলের নালা দখল করে নির্মাণ করা দোকানগুলো উচ্ছেদ করা হোক।

Exit mobile version