parbattanews

পেকুয়া পাইলট স্কুলের উদ্যোগে জঙ্গিবাদের রিরোধী মানববন্ধন

pekua-pilot-pic-02-10-2016_1

পেকুয়া প্রতিনিধি :
বাংলার প্রতিটি ঘরে ঘরে জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলা হবে। এমন প্রতিশ্রুতি নিয়ে ১ অক্টোর পেকুয়া পাইলট স্কুলের উদ্যোগে জঙ্গি বিরোধী মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশকে জঙ্গিমুক্ত ও দেশ থেকে জঙ্গির মূলোৎপাটন করতে হলে আগামি প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। এখন থেকে সচেতনতা তৈরী করে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা না হলে জঙ্গির বীজ এদেশের মাটিতে থেকে যাবে। তাই ভয়ানক ও দেশ বিরোধী জঙ্গিবাদকে নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পেকুয়া উপজেলা সদরের আঞ্চলিক মহাসড়কের সামনে হাতে হাত ধরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয়। এসময় মানববন্ধনে অংশ নেন পেকুয়া পাইলট স্কুলের পরিচালক ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম। স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব শফিউল্লাহ কুতুবীর নেতৃত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক জহিরুল মোস্তফা, ইয়াসিন আরাফাত, মওলানা জহিরুল ইসলাম, রোহেল সামাদ, হেলাল উদ্দিন,  সাজ্জাদুর রহমান, রেশমিন আক্তার, শারমিন আক্তার, আসমা ছিদ্দিকা লিপি, তাসনিমুল জন্নাত রিপু, মমতাজ ফেরদৌসি, সায়মা জন্নাত প্রমূখ।

Exit mobile version