parbattanews

পেকুয়া বাইম্যাখালী আলো ঘর শিক্ষা কেন্দ্রের বার্ষিক পুরষ্কার বিতরণ

unnamed (1) copy

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ার সদর ইউনিয়নের বাইম্যাখালী আলোঘর শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শেয়ার ইউরোপীয় ইউনিয়ন কারিতাস ফ্রান্স’র অর্থায়নে কারিতাস বাংলাদেশ কর্তৃক পরিচালিত আলোঘর প্রকল্প পেকুয়া এরিয়া অফিসের উদ্যোগে বিদ্যালয় মাঠে এসএমসি কমিটির সভাপতি মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন বাইম্যাখালী আলোঘর শিশু শিক্ষা কেন্দ্রের সহকারী শিক্ষিকা সাইদা পারভীন রুমা।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া ইউপির ২ নং ওয়ার্ডের এমইউপি সাজ্জাদ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন কারিতাস চট্রগ্রাম অঞ্চল আলোঘর প্রকল্প পেকুয়া এরিয়া অফিসের কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, শিক্ষা সুপারভাইজার মথি ত্রিপুরা, সাংবাদিক রিয়াজ উদ্দিন, আমিনুর রশিদ, নুরুল কবির মাঝি, বিদ্যালয়ের শিক্ষিকা কমরু বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১০ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

Exit mobile version