parbattanews

পেকুয়া শহীদ জিয়া কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ

pecua 1

নিজস্ব প্রতিনিধি: 
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে কলেজের একাদশ শ্রেণীর গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বিনা মূল্যে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কলেজের দক্ষিণ মিলনায়তনে সংগঠনের আহবায়ক সোহেল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম আজিজের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠান হয়। মো.কফিল উদ্দিনের পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খাঁন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ কে.এম.ওবাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মো.আলী, পেকুয়া জি.এম.সির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক এম.আবদুল্লাহ আনসারী, অধ্যাপক চৌধুরী আজমখাঁন, প্রভাষক ড. জাকির হোছাইন হাওলাদার, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক নুরুল হুদা, প্রভাষক আজিজুল হক, প্রভাষক মো.আলম, প্রভাষক মো.বশির, প্রভাষক রবিউল ইসলাম রবি ও দেলোয়ার হোছাইন, শহীদ জিয়া বি এম আই কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহবায়ক এম জুবাইদ প্রমুখ। কলেজ পরিচালনা কমিটির সদস্য এস.এম.জাকের হোছাইন এম.ইউপি, রফিক আহমদ,

বক্তব্য রাখেন, প্রাক্তণ ছাত্র-ছাত্রী পরিষদের যুগ্ম আহবায়ক ইকবাল হোছাইন, আমিনুর রশিদ, সাদ্দাম হোছাইন, ব্যাচ প্রতিনিধি দুর্জয় কান্তি পাল, আমির আবদুল্লাহ, আহমদ হোছাইন, ওসমান ছরওয়ার বাপ্পি, কফিল উদ্দিন, এফ.এম.সুমন, মকসুদ আলম, আবদুর রহিম, আবদুল্লাহ আল মামুন, হারুনুররশিদ, মফিজুল ইসলাম, আলী হোছাইন, জাবেদুল ইসলাম, আরিফুল ইসলাম, মোরশেদ হাসান, কাশেম, জয়নাল।

প্রধান অতিথি বলেন, জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। জীবনের উড়ন্ত বেলায় এমন ভাবে জীবণকে গঠন করতে হবে যাতে পড়ন্ত বেলায় ও পরকালের পাথেয় হয়।

Exit mobile version