পেকুয়া স্পোর্টিংক্লাব টেপটেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মগনামা দূরন্ত ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

Pekua Pic Sports 12-03-2014

এম.জুবাইদ,পেকুয়া:
পেকুয়া স্পোটিং ক্লাব টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ১২ মার্চ সকাল ১০ টায় শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্সে এ পেকুয়া স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন ক্রিকেট একাদশ বনাম মগনামা দূরন্ত ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে টসে জিতে পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন ক্রিকেট একাদশের অধিনায়ক মোস্তাকিম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মগনামা দূরন্ত ক্রিকেট একাদশের দুর্দান্ত বোলিং এর সামনে পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন ক্রিকেট একাদশের নিয়মিত উইকেট পড়তে থাকলে নির্ধারিত ওভারের আগে ৯০ রানে অল আউট হয়। ফলে ৯১ রানের তাড়া করতে ব্যাট করতে নেমে অলরাউন্ডার  হাসেমের দুর্দান্ত হার না মানা অর্ধশতে সহজেই জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে মগনামা দূরন্ত ক্রিকেট একাদশ ৭ উইকেটে জয় লাভ করে টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ম্যান অব দা টূর্ণামেন্ট নির্বাচিত হয় মগনামা দূরন্ত  ক্রিকেট একাদশের খেলোয়াড় হাসেম, সেরা অধিনায়ক নির্বাচিত হয় পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন ক্রিকেট একাদশের অধিনায়ক মোস্তাকিম, সেরা টিম ম্যানেজার নির্বাচিত হয় পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন ক্রিকেট একাদশের টিম ম্যানেজার মাষ্টার নুর মোহাম্মদ, পেয়ার পে¬ (টিম) নির্বাচিত হয় মগনামা দূরন্ত ক্রিকেট একাদশ। খেলা পরিচালনা করেন পেকুয়া স্পোটিং ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাশেদ ফারুক, সদস্য মোস্তাকিম। খেলা শেষে পেকুয়া স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ছফওয়ানুল করিমের সভাপতিত্বে ও পেকুয়া স্পোটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.জুবাইদের উপস্থাপনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ২য় বারের মত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, নবনির্বাচিত মহিলা ভাইস লুৎফা হায়দার রনি, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান এম শাহনেওয়াজ আজাদ, পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো: ইউসুফ রুবেল, সদর ইউপির এম ইউপি মো: মানিক, উপজেলা শ্রমিকদলের অর্থ সম্পাদক জামাল, ঠিকাদার নাছির উদ্দিন বিট্টু, জাকের হোছাইন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন