parbattanews

পেনশন প্রদানসহ ৫দফা দাবীতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

পেনশন প্রদানসহ ৫দফা পূরণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতারা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামালের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. নাদিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মাবুদুল হকসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি মো. নাদিরুজ্জামান বলেন, আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ ৫দফা পূরণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাবুদুল বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে সাধারণ সরকারি কর্মচারীরা যা বেতন পায় তা দিয়ে দৈনন্দিন জীবন যাপন করতে কষ্ট হচ্ছে। ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি ভাতা, পর্যটন ও দূর্যোগ ভাতা প্রদান করলে এই সব কর্মচারীরা স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারবে। তাই সরকারের কাছে আমরা ৫দফা দাবী জানিয়েছি।

Exit mobile version