পেরুতে স্বর্ণের খনিতে আগুন, নিহত ২৭

fec-image

পেরুতে একটি স্বর্ণের খনিতে আগুন লেগে অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৬ মে) আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ স্বর্ণের খনিতে আগুন লাগে। কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা এটি। খবর বিবিসির।

উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, আগুন থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সেখান থেকে আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা যায়, পাহাড়ের পাশ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে।

খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রওনা হয়েছে। এর আগেই সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

ধারণা করা হচ্ছে, আগুন লাগার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নিচে কাজ করছিলেন।

আঞ্চলিক গভর্নরের এক বিবৃতিতে বলা হয়, ওই স্বর্ণের খনিটি খুবই প্রত্যন্ত অঞ্চলে। সেখানে পৌঁছাতে কাছের পুলিশ স্টেশনটির সদস্যদের সড়কপথে যেতে সময় লাগে ৯০ মিনিট। আর সবচেয়ে কাছের শহরে যেতে কয়েক ঘণ্টা লাগে। এই দূরত্ব জরুরি উদ্ধার প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি পেরু। প্রতি বছর দেশটিতে ১০০ টনের বেশি স্বর্ণ উৎপাদন করে। যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ শতাংশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগুন, নিহত, পেরু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন