parbattanews

পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি পালন

খাগড়াছড়ি প্রতিনিধি:

শতভাগ বেতন-ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছে পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখা।বেলা ১১টার দিকে খাগড়াছড়ি পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছে।

পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জামাল হোসেনের সভাপতিত্বে কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করেন এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার সহকারী কর আদায়কারী অংক মং মারমা, পৌর সচিব পারভিন আক্তার, নির্বাহী প্রকৌশলী দিলিপ কুমার বিশ্বাস, বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম বিভাগীয় জন-সংযোগ প্রচার সম্পাদক এসএম নাজিম, ফরিদুজ্জামান স্বাধীনসহ খাগড়াছড়ি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী।

অবিলম্বে একদফা দাবি মেনে নিয়ে পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ সকল সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা। দ্রুততম সময়ে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।

Exit mobile version