প্রচার-প্রচারণায় জমে উঠেছে রাজস্থলীর ইউপি নির্বাচন

fec-image

রাঙামাটি জেলা রাজস্থলীতে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর হয়ে উঠেছে ৩ ইউনিয়নের অলিগলি। ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য ও মহিলা সদস্যা প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন।

প্রচারপত্র নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন। পাশাপাশি মাইকে বাজছে গান। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পোষ্টার-ব্যানারেও প্রচারণার কমতি নেই।সামাজিক যোগাযোগে প্রার্থীরা ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, প্রার্থীদের কথার ফুলঝুড়িতে নয় সৎ ও যোগ্য নিষ্টাবান প্রার্থীকে তাঁরা ভোট দেবেন।

গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামপুর এলাকায় গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী আদোমং মারমা (নৌকা প্রতিক) লোকজন নিয়ে প্রচারণা চালাচ্ছেন। গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র বিলি করছেন। তাঁর পিছনে পিছনে রয়েছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা।

প্রচারণা শেষে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আদোমং মারমা বলেন, “ এলাকার মানুষের সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। গ্রামে ঘুরে ঘুরে আমার নির্বাচনী প্রতীক নৌকা মার্কা পরিচয় করে দিচ্ছি। এলাকার মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। এলাকার মানুষ আমাকে আশা থেকে বঞ্চিত করবেন না বলে চেয়ারম্যান প্রার্থী জানান।

একই ইউনিয়নের সতন্ত্র প্রার্থী (আনারস প্রতিক) বর্তমান চেয়ারম্যান ঞোমং মারমা ও থেমে নেই। তিনি বলেন, “ এলাকার মানুষের সকল সমস্যায় কাছে থাকবো। আমি দীর্ঘ ৫ বছর জনসাধারণে উপকার করে আসছি। আমাকে যদি ভোট দিয়ে পূর্নরায় নির্বাচিত করে তাহলে আমি দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করে যেতে পারবো। অপর দিকে রাজস্থলীর আরো দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে দুই জন প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার ৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন