প্রজ্ঞাপন জারির ১১ দিনের মাথায় আন্তর্জাতিক স্বীকৃতি হারাল কক্সবাজার বিমানবন্দর

fec-image

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন রোববার জারি হতে পারে বলে জানা গেছে।

এর আগে, গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন জারির ১১ দিনের মাথায় সেটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

হঠাৎ এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি বছরের মার্চে বিমানবন্দরটির নির্মাণকাজ পরিদর্শন করেন।

সূত্র জানায়, বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট চালু থাকলেও কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকে লাভজনক মনে করছে না কোনো বিমান সংস্থা।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই বিমানবন্দরটির ‘আন্তর্জাতিক’ মর্যাদা স্থগিতের সিদ্ধান্ত এলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন