parbattanews

প্রতিবন্ধীরা বোঝা নয়, দেশের সম্পদ : রাঙামাটির ডিসি

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ বলেছেন, ‘প্রতিবন্ধীরা বোঝা নয়, দেশের সম্পদ’। সুষ্ঠু পরিকল্পনা নিয়ে তাদের গড়ে তুলতে পারলে তারাও দেশের, দেশের মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে ‘দিশারী অটিস্টিক চাইল্ড কর্নার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি মামুনুর রশীদ আরও বলেন, প্রতিবন্ধীরা বর্তমানে খেলাধূলাসহ গুরুত্বপুর্ণ পেশায় সুনামের সাথে কাজ করে দেশের সুনাম বয়ে আনছে। তাই তাদের প্রতি কোন অবহেলা নয়। তাদের যত্ন  নিতে হবে, তাদের প্রতি যত্নবান হতে হবে। এটাই আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত।

রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে এসময় রাঙামাটির জৈষ্ঠ্য সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version