parbattanews

প্রতি বছর পাহাড়ে কোটি কোটি টাকার প্রকল্প, কিন্তু দৃশ্যমান উন্নয়ন দেখা যায় না

রাঙ্গামাটি প্রতিনিধি:

পাহাড়ে উন্নয়ন প্রকল্প হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রতি বছর পাহাড়ে কোটি কোটি টাকার প্রকল্প আসে। কিন্তু দৃশ্যমান কোন উন্নয়ন আমি দেখি না।

সোমবার সকালে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)  আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯,  ভিটামিন এ সম্মৃদ্ধ ভোজ্য তেল, আয়োডিনযুক্ত ব্যবহার বিষয়ক এক কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় ক্যাবের রাঙামাটি সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন রাঙামটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম সাহান ওয়াজ, সদর উপজেলার পরিবার  পরিকল্পনা কর্মকর্তা  ডা. বিনোধ শেখর চাকমা, সাবেক রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, এখনও কোন শিল্প কারখানা নেই রাঙামাটিতে। পাহাড়ে উৎপাদিত ফলের জুস তৈরির কোন কারখানা নেই। বাইরের কোন বিনিয়োগ নেই। জনগণের আয়ের উৎস নেই। তাহলে কিভাবে উন্নয়ন হবে রাঙামাটি?

এসময় কর্মশালায় ভোক্তা অধিকার আইনের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব রাঙামাটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল এবং ভিটামিন এ সম্মৃদ্ধ তৈল ও আয়োডিন যুক্ত লবণ এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন গেইন এর কর্মকর্তা সৈয়দ মুনতাসির রিদওয়ান।

কর্মশালায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।

Exit mobile version