parbattanews

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

মাত্র সপ্তাহখানেক আগেই এই মাঠে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশের নারীরা। আজ সেই মাঠেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। মাঠে নেমেই ৩-০ গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম ৩০ মিনিট দুই দলই সমানতালে লড়ছিল। কিন্তু ৩০ মিনিটের মাথায় আফগান তারকা ম্যাশ সাংহাই হেড থেকে গোল করেন। পরের মিনিটেই প্রায় মধ্যমাঠ থেকে বাংলাদেশের দুই খেলোয়াড়কে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ফয়সাল। এসময় তার বাড়ানো শট বাংলাদেশের গোলরক্ষকের হাতে লেগে জালে ঢুকে পড়ে।

পরে ম্যাচের ৪০ মিনিটে জুবায়ের আমিরি ডি বক্সের ভিতর থেকে হালকা শটে গোলকিপারকে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন। এর আগে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ ৩-১ গোলে ভুটানকে হারিয়েছে।

বাংলাদেশের একাদশ : শহিদুল (গোলরক্ষক), মো. ইয়াসিন, ইয়ামিন মুন্না, জাহিদ, মামুনুল, হেমন্ত, মোনায়েম খান রাজু, মো. নাসির, সোহেল, শাখাওয়াত রনি ও নাসির জুনিয়র।

আফগানিস্তানের একাদশ : ওভায়াস (গোলরক্ষক), আব্বাসিন, জুবায়ের, ফাসাল, নোরাওল্লাহ, সায়েদ, মাসিহ, জাজাই, হাদ্দিদ ও কানিসকা।

Exit mobile version