parbattanews

প্রধানমন্ত্রীর আগমনে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও প্রকল্পের উদ্বোধনের স্থান পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মহেশখালী প্রতিনিধি:

বর্তমান সরকারের আমলে সর্বাধিক অগ্রাধিকারমূলক ও সর্বোচ্চ অর্থায়নে বাস্তবায়িত দেশের সবচেয়ে বৃহত প্রকল্প মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প কাজের অগ্রগতি এবং আগামী ২৫ শে জানুয়ারি মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মূলকাজ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি আসবেন।

শুক্রবার(৫জানুয়ারি) প্রাথমিক ভাবে নির্ধারণ করা ( মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের )উদ্বোধন স্থল পরিদর্শণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নছরুল হামিদ দীপু এমপি।

পরিদর্শণ কালে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কাজের অগ্রগতি দ্রুত এগিয়ে চলছে এবং প্রকল্পের কাজ প্রায় ১৮% শেষ হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো জানান কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত লোকজনদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শক্তিতে রূপান্তর করে কাজে নিয়োগ পাওয়ার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী।

এসময় সঙ্গে ছিলেন, জাপানের রাষ্ট্রদূতসহ জাপানি প্রতিনিধি দল, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির এমডি আবুল কাশেম প্রমুখ।

উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, সহকারী কমিশনার ভূমি (নবাগত) হাসান মারুফ, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত শফিকুল আলম চৌধুরী, মাতারবাড়ীর চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, জেলা পরিষদের সদস্য মাস্টার রুহুল আমিন প্রমুখ।মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শণ শেষে বিকাল ৪টার সময় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্য মাতারবাড়ী ত্যাগ করেন।

Exit mobile version