parbattanews

প্রধানমন্ত্রীর আহ্বানে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এগিয়ে আসুন: বিসিবি সভাপতি

উখিয়া প্রতিনিধি:

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে প্রাণের ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গা শরণার্থীদেরকে দেখতে ও ক্যাম্প পরিদর্শনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

তিনি শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মেডিকেল সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বে-সরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

পরিদর্শন কালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে রোহিঙ্গাদেরকে মানবিক সাহায্য ও চিকিৎসা সেবায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরণার্থীদের পাশে থাকবে।

বেক্সিমকোর চেয়ারম্যান সালমান এফ রহমান সাংবাদিকদের ব্রিফিংয়ে অবস্থানরত রোহিঙ্গাদের সাহায্যে দেশের সব বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে এসে মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের যতদিন দরকার ততদিন এই চিকিৎসাসেবা চালু থাকবে বলেও জানান তিনি।

এসময় সালমান এফ রহমান বলেন, সরকার তরফ থেকে যত টুকু করা হোক বা আন্তর্জাতিকভাবে সহায়তার পাশাপাশি বেসরকারিভাবেও সাহায্য করা দরকার। আমরা বেক্সিমকো থেকে শুরু করেছি, আমি সবাইকে আহ্বান জানাই রোহিঙ্গাদের সাহায্য করতে। কারণ প্রধানমন্ত্রী এদের জন্য সহায়তার হাত বাড়াতে বলেছেন। আমাদের সকলের দায়িত্ব এখন এগিয়ে আসা।

এর আগে বেক্সিমকো গ্রুপের উদ্যোগে নির্মিত একটি মসজিদের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।

Exit mobile version