প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বান্দরবান জেলা পরিষদ কর্মচারী কল্যাণ সংসদ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদ সরকারি কর্মচারী কল্যাণ সংসদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পার্বত্য বান্দরবান জেলা পরিষদ সরকারি কর্মচারী কল্যাণ সংসদের সভানেত্রী চিং চিং মারমা ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাবসহ নেতৃবৃন্দ কল্যাণ সংসদের পক্ষে জানিয়েছেন, বর্তমান সরকার সরাদেশে তৃণমুল পর্যায়ে জনকল্যাণমুখি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি হিসেবে মহার্ঘ ভাতা বাড়িয়েছে এবং সেই ভাতা প্রদানও করা হচ্ছে।

২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করায় বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা আর্থিক ক্ষেত্রে উপকার পাচ্ছেন বলেও নেতৃবৃন্দ বিবৃতিতে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন