parbattanews

প্রধানমন্ত্রীর হাতে পিইসি ও জেএসসি পরীক্ষার ফল হস্তান্তর

ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাপনী পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়। এর আগে শিশুদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা ছাড়া একটি জাতি সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। তাই শিক্ষা সম্প্রসারণের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। স্কুল ও কলেজ সরকারি করে দিচ্ছি। শিক্ষার্থীদের যেন নদী-নালা, খাল-বিল পার হতে না হয়, সেটা বিবেচনায় রেখে স্কুল করে দিচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা বিস্তারে আমরা বিনামূলে বই দিচ্ছি। শিক্ষকদের বেতন বাড়িয়ে দিয়েছি। উচ্চশিক্ষাসহ সবস্তরে বৃত্তি দেওয়া হচ্ছে। স্কুলে টিফিনের ব্যবস্থা করেছি। কোনও শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এজন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নিজেদের জীবন গড়তে কারিগরি শিক্ষা কাজে লাগাতে পারে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে, সেটা যেন বিকশিত হয় এবং কাজে লাগে।’

খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো করছে। এ ক্ষেত্রে তারা যেন আরও এগিয়ে যেতে পারে, সে জন্য প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি।’ এ সময় লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষ অংশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version