parbattanews

‘প্রধানমন্ত্রী আছে বলেই সুলভমূল্যে টিসিবির পণ্য পেয়েছি,

বান্দরবানে থানচি উপজেলা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর বলেন, সুলভমূল্যে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে সরকার।

তিনি আরও বলেন, এ সুযোগ পেয়ে পাহাড়ের সাধারণ মানুষ অনেক খুশি। হত দরিদ্র অসহায় পরিবারের ক্রয় ক্ষমতা বাড়বে, কারণ বাজার দরের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রয় করা হচ্ছে। ডিলারের নিকট সয়াবিন তেল, চিনি, মসুর ডাল কিনতে পারবেন এতে অনেক পরিবার উপকার আসবে।

রোববার (২ জুলাই) সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে টিসিবি পণ্য বিক্রয়ের অনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানের খাদ্য অধিদপ্তরে আয়োজনে টিসিবি পণ্য বিক্রয় করা হয়। উপজেলা মোট ৪টি ইউনিয়ন মধ্যে দুই ইউনিয়নবাসী এ টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছে ।

প্রশাসনিক কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতি কার্ডধারী প্রত্যেকে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি সরকারি নির্ধারিত মূল্য মোট ৪০৫ টাকা দিয়ে কিনতে পারবেন।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, উপজেলা মোট দুই হাজার পাঁচশত জন উপকারভোগী কর্ডধারীরা এ পণ্য কিনতে পারবেন। থানচি উপজেলা ৪টি ইউনিয়ন থাকলে ও তিন্দু রেমাক্রী ব্যতীত থানচি সদর ইউনিয়নের দেড় হাজার পরিবার, বলিপাড়া ইউনিয়নের এক হাজার পরিবার মোট আড়াই হাজার পরিবার টিসিবি পণ্য কেনার সুযোগ পাবেন।

থানচি সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা বলেন, শৃঙ্খলা ফেরাতে টিসিবি পণ্য বিক্রেতা ডিলারকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। এছাড়াও সকলে আমার এলাকা লোকজন সুতরাং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগকে সফলতার জন্য আামরা কয়েকজন সহযোগিতা দিয়েছি। এখানে বিক্রয় কেন্দ্রে প্রতি উপকারভোগী কার্ডধারী জন্য প্যাকেট করা ডাল ২ কেজি ১৩০ টাকা, চিনি ১ কেজি ৫৫ টাকা, সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা মোট ৪০৫ টাকা দিয়ে তিনটি পণ্য পাচ্ছেন সকল পরিবার।

Exit mobile version