parbattanews

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য আন্তরিক ও উন্নয়ন করে চলেছেন- দীপংকর তালুকদান

খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের জন্য আন্তরিক এবং উন্নয়ন করে চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য যে স্বপ্ন দেখেছিল তারঁই সুযোগ্য কন্যা তা বাস্তবায়ন করছে।

শুক্রবার দুপুর আড়াইটায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে চিৎমরম বিহারের ৩য় বিহারাধিপতি ভদন্ত পামোক্ষা মহাথের ৯ম আচারিয়া ( গুরু) মহাগুরুপুজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আচারিয়া পূজানুষ্ঠান উদযাপন কমিটি, শিষ্য- প্রশিষ্য ও দায়ক দায়িকাবৃন্দ এ আয়োজন করে।

তিনি আরও বলেন, জনগণের কল্যানে এ সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমান চিৎমরম বিহার অধ্যক্ষ একজন সৎ, আদর্শবান ধর্মগুরু। তিনি মানুষকে সত্যের পথে ধাবিত করছে।
এড্যাভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চলনায় চিৎমরম বিহারাধিপতি ভদন্ত পামোক্ষা মহাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গুরুপুজার আহ্বায়ক ভদন্ত সুমনা মহাথের, সদস্য সচিব মংসুইপ্রু মারমা। এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী, কাউখালি উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ এবং হাজার হাজার দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

এর আগে চিৎমরম বিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যয়ে চিৎমরম বৌদ্ধ বিহার ও শিক্ষা এবং গবেষণা কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Exit mobile version