parbattanews

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে- মেহের আফরোজ চুমকি

ramu-bijay-mela-pic-31-12-2016

রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছিলেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে যেতে হবে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় দেশ। জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার কথা বলে গেছেন। এদেশের মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের সকল স্তরের মানুষ আজ জাতীয় সমৃদ্ধিতে অংশ নিচ্ছে।

‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির হাজার বছরের পরাধীনতার প্রতিশোধ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের স্মৃতিচারণ সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী,মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, জেলা পরিষদের নির্বাচিত সদস্য চেয়ারম্যান শামসুল আলম, নুরুল হক কোম্পানী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা,  কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, নুরুল হক, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, ডিপুটি কমান্ডার রনধীর বড়–য়া, কৃষকলীগ নেতা মিজানুর রহমান, শ্রমিকলীগ নেতা ওসমান গনি,  জেলা ছাত্রলগি নেতা নুর হোসেন মুন্না, ছাত্রলীগ নেতা আজিজুল হক,  মিজানুর রহমান, মো. ওয়াহিদ।

Exit mobile version