parbattanews

প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠানোর প্রতিবাদে খাগড়াছড়িতে আইনজীবীদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রধান বিচারপতি এস কে সিনহা কে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে অভিযোগ তুলে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

 রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি বার এসোসিয়েশন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও খাগড়াছড়ি   আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু।
 তিনি বলেন, অবৈধ এ সরকার জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়ে বিচার বিভাগের কণ্ঠরোধ করতে চাইছে। এ সরকার রাষ্ট্রীয় গণতন্ত্র ধংস করেছে।  জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।  এখন বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছে।
এখন বিচারে ভয়ে  প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে অভিযোগ তুলে এমন  ন্যাকারজনক কাজের নিন্দা জানান তিনি।
মানবন্ধনে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি  রিপল চাকমা, সাধারণ সম্পাদক রেদারুল ইসলামসহ জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
Exit mobile version