parbattanews

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাঙামাটি:

রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুজিবুর রহমানের অপসারণের দাবি জানান।

এসময় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কান্তি চক্রবর্তী, শামীম আরা বেগম, মোহাম্মদ ইসহাক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অভিযোগ করে শিক্ষকরা বলেন, রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠলেও অদৃশ্য ইঙ্গিতে সব ধামা চাপা পড়ে যাচ্ছে। তাছাড়া শিক্ষকদের লাগাতার আন্দোলনে স্কুলের পাঠদান ব্যবস্থা ব্যাহত হলেও সঙ্কট নিরসনে প্রশাসন কোন ব্যবস্থা করছে না।

অবিলম্বে বক্তরা আইন অমান্যকারী প্রধান শিক্ষককে অপসারণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা করে, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পুনরায় লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

প্রসঙ্গত, রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা -প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গত পাচঁ মাস ধরে বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Exit mobile version