parbattanews

প্রবল বৃষ্টিতেও চলছে ভোট গ্রহণ, নানা অনিয়মের অভিয়োগ

নিজস্ব প্রতিনিধ, কক্সবাজার:

প্রবল বৃষ্টিপাতের মধ্যেই চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে নারী-পুরুষের সরব অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়ে ভোট গ্রহণ।

তবে বেলা সাড়ে ১১টার মধ্যে অন্তত ২০টি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনেছেন নাগরিক কমিটির প্রার্থী সাবেক মেয়র সরওয়ার কামাল।

তিনি বলেন, এবিসি স্কুল, ভোকেশনাল ও কক্সবাজার কেজি স্কুলসহ ২০টির অধিক কেন্দ্র মাস্তান-সন্ত্রাসীরা দখল করে রেখেছে। সন্ত্রাসী কায়দায় প্রিজাইডিং অফিসাররা নৌকা প্রতীকে সীল মারছেন।

১নং থেকে ৭নং ওয়ার্ডের সবকটি কেন্দ্রে মেয়র পদের ব্যালট দেয়া হচ্ছেনা বলেও অভিযোগ করেন তিনি। এসব ভোট কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ভূমিকাও নিরপেক্ষ নয় উল্লেখ করে ‘এই নির্বাচন একটি নীল নক্সার নির্বাচন’ বলেও দাবি করেন সরওয়ার কামাল।

Exit mobile version