parbattanews

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহালছড়ি সেনা জোনের আর্থিক অনুদান প্রদান

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক প্রবারণা পূর্ণিমা ও কল্প জাহাজ ভাসানো (রিছিমি) উৎসব আয়োজনে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সোমবার (১০ অক্টোবর) মহালছড়ি জোন অধিনায়কের নির্দেশনায় প্রবারণা পূর্ণিমা ও কল্প জাহাজ ভাসানো উদযাপন পরিষদ কর্তৃপক্ষকে অনুষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

মহালছড়ি বাজারস্থ প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির পক্ষ হতে অনুদান গ্রহণ করেন কমিটির উপদেষ্টা জনাব সুইহ্লাঅং রাখাইন পিপলু ও জনাব লাপ্রুচাই মারমা।

রিছিমি ও মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয়পূর্বক আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করছে বলে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়।

Exit mobile version