parbattanews

প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের, চলছে কর্মবিরতি

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। যার প্রেক্ষিতে নানা সেবা নিতে আসা সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়েছে।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়ছার নোবেন মারধর করেন প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলমকে। এর প্রতিবাদে বুধবার বেলা ১১ টায় মানববন্ধন করেছে কর্মচারীরা।

মানববন্ধনে জানানো হয়, মঙ্গলবার অফিস চলাকালীন নাস্তা দেওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর নোবেল অতর্কিতভাবে প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলমকে গালিগালাজ করে। এক পর্যায়ে মারধর শুরু করে। এ ঘটনায় মেয়রসহ সকলকে অবগত করার পর কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। প্রতিকার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এ বিষয়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি তিনি জানেন। এর আগেও এমন কাণ্ড করেছে কাউন্সিলর নোবেল। কাউন্সিলর নোবলের কারণে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ঘটনায় মারধরের শিকার প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় কাউন্সিলন নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

Exit mobile version