parbattanews

রাজস্থলীতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন করোনায় ব্যাপক তৎপর

সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন মরণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা মূলক অভিযান অব্যাহত রেখেছে।

সোমবার(৬ এপ্রিল) সকাল ১০টার সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের নেতৃত্বে উপজেলার ইসলাম পুর এলাকাসহ আশে পাশের বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, রাজস্থলী ক্যাম্পের সদস্য, পুলিশ এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে কার্যক্রমের সহযোগিতা করেন।

নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, রাজস্থলী প্রশাসনের করোনা বিরোধী অভিযান অব্যাহত রেখে এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে।

এ ছাড়া ও তিনি বাজারে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা যৌথ বাহিনীর সাথে কাজ করার চেষ্টা করছি। মানুষের সচেতনতা বৃদ্ধি করার এবং তারা যাতে ঘরে থাকেন সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাবো।

দেশের প্রয়োজনে, জনগনের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে সেটিও নেবে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যাগে প্রত্যেক দিন মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকায় জীবাণু নাশক স্প্রে ছিটানো ও সমাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাই কে আহ্বান জানান।

অপরদিকে সেনাবাহিনী সার্বক্ষণিক উপজেলার বিভিন্ন বাজারে লোক সমাগম হলে তাদেরকে সামাজিক দুরত্ব ছাড়া ঘুরা ফেরা না করার জন্য সু পরামর্শ প্রদানসহ তাদের টহল অব্যাহত রেখেছেন।

Exit mobile version