parbattanews

 প্রশ্নপত্রে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার বন্ধসহ ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

Khagrachari Pic copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

চাঁদার দাবিতে গাড়িতে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ, এসএসসি পরিক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহার বন্ধসহ ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দাবি আদায়ের লক্ষে ১৩ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচী পালন করার কথা জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সহ সভাপতি মাইন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মো. আলকাছ আল মামুন ভূইয়া, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা  শাখার সভাপতি লোকমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা চাঁদার জন্য যানবাহনে গুলি বর্ষণ-অগ্নিসংযোগ, এসএসসি পরিক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারের তীব্র নিন্দা জানান। পাশাপাশি  ইউপিডিএফ জেএসএস’র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ ৮দফা দাবি পেশ করা হয়। দাবি আদায়ে ১৩ ফেব্রুয়ারি তিন পার্বত্য জেলাসহ সমতলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হয়।

Exit mobile version