parbattanews

প্রাকৃতিক দর্যোগ থেকে রক্ষা ও দেশের কল্যাণ কামনায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা  এবং দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায়ও উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে।

সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন, হাফেজ মাওলানা আব্দুর নুর হক্কানী। এখানে জেলা প্রশাসক রাশেদুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ নামাজ আদায় করেন।

খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স মসজিদে ঈদের নামাজ আদায় করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। জামাত শেষে পারস্পরিক উষ্ণ কোলাকুলির মধ্য দিয়ে উৎসব আনন্দ ছড়িয়ে পড়ে শহর জুড়ে।

এর পরই পুরাতন পুলিশ লাইন্স মসজিদ, শালবন মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, গাউছিয়া মসজিদ, শান্তিনগর মসজিদ, কুমিল্লাটিলা জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ-এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, গুইমারা ও লক্ষ্মীছড়িতে পৃথক পৃথক ঈদেও জামাত অনুষ্ঠিত হয়।

Exit mobile version