Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা জজশিপের বৃক্ষ রোপন অভিযান

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে জেলা জজশিপের উদ্যোগে আদালত প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়েছে। মঙ্গলবার হর্টিকালচারের সহযোগিতায় জজকোর্ট প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ লা মং।

এসময় অন্যান্যদের মধ্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর মো. এমতাজুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ইকবাল করিমসহ অন্যান্য বিচারক আইনজীবী, কর্মচারীরা অংশ নেয়।

জেলা ও দায়রা জজ লা মং বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপন খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে বেশি বেশি করে বৃক্ষ রোপন করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন