parbattanews

প্রাণঘাতী অসুখে মিয়ানমারের ৩৮ নাগরিকের মৃত্যু

পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। বুধবার গ্লোবাল নিউ লাইফ অফ মিয়ানমার নামের সরকারি বার্তা সংস্থার কর্মকর্তারা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, গত ২১ জুলাই থেকে প্রাণঘাতী এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনে দাঁড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে রোগ নিয়ন্ত্রণকারী দল মাঠ পর্যায়ে কাজ করছে। যেসব অঞ্চলে সংক্রমণের সংখ্যা বেশি, সেখানে আরো দক্ষ ও শক্তিশালী দল কাজ করছে।

এই ভাইরাসে আক্রান্তরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে মিয়ানমার কর্তৃপক্ষ জানায়। ইয়াঙ্গুন, আয়েইয়ারওয়াদি এবং বাগো অঞ্চলেই বেশি মারা গেছে।

২০০৯ সালে প্রথম এই রোগটি মিয়ানমারে দেখা দেয়। এরপর ২০১৬ সালেও এই রোগে আক্রান্ত হয়েছিল অনেকে।

সূত্র: বিডি মর্নিং

Exit mobile version