parbattanews

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে কাউখালীতে র‌্যালি ও আলোচনা সভা

কাউখালী প্রতিনিধি:

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে পালিত হলো প্রাণিসম্পদ সপ্তাহ ২০১৮। এ উপলক্ষে সোমবার(২২জানুয়ারি) সকালে কাউখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কচুখালী অফিস সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করে। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত খামারী ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মইনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণিসম্পদ সহকারী প্রদীপ শংকর দাশ।

সভায় বক্তারা বলেন, একটা জাতিকে সুস্থ্য রাখতে হলে নিরাপদ প্রোটিন জাতীয় খাবারের নিশ্চয়তা দিতে হবে। আর এ  নিরাপধ প্রোটিন পেতে হলে প্রাণীসম্পদকে রোগ মুক্ত রাখতে হবে। আর এসব বিষয়ে খামারিদের দিক নির্দেশনা দিবেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

Exit mobile version