parbattanews

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে পেকুয়ার টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিনিধি :
সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পেকুয়ার টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ থেকে অংশ গ্রহণ করে ৮টি ট্যালেন্টপুল ও ৬টি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে উপজেলার শীর্ষ স্থান অধিকার করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল কানিজ সোলতানা লিমা, রায়হান আল মোক্তাদি ইমন, রোকন উদ্দিন, আজিজুল হক, মোজাহিদুল আমিন তানবীর, খতিজাতুল কোবরা, মিফতাহুল জন্নাত তাসফিয়া, রেজাউল করিম এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল ফয়সাল হোসেন ডিকেন্স, সায়েদুল ইসলাম মুরাদ, সাইফুল ইসলাম, উম্মে হাবিবা, তাসনিয়া জন্নাত পুস্পা, ফাহিমা জন্নাত।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের কে স্কুলের পরিচালনা পর্ষদ টইটং এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

উক্ত ফাউন্ডেশনের অভিনন্দন বার্তায় জানান, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টইটং ইক্বরা স্কুলের অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। আরো জানা যায়, প্রতিষ্টানটি ২০১৫ সালে জে. এস. সি পরীক্ষায় ১১ জন এ প্লাস ও পি.ই.সি.ই পরীক্ষায় ১৫ জন এ প্লাস পেয়ে শতভাগ পাস করার সৌভাগ্য অর্জন করে।

Exit mobile version