parbattanews

প্রাথমিক শিক্ষক নিয়োগ : ১ম ধাপের মৌখিক পরীক্ষা ১৫-৩০ জানুয়ারির মধ্যে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল গত বছরের ২০ ডিসেম্বর প্রকাশ হয়। এতে নির্বাচিত হন ৯ হাজার ৩৩৭ জন। তাদের মৌখিক পরীক্ষা চলতি জানুয়ারির মাসের মধ্যেই শেষ হবে।

এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা ১৫-৩০ জানুয়ারির মধ্যেই আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।

সচিব আরও বলেন, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিজ নিজ জেলায় হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি পরীক্ষার সময় উপস্থিত থাকতে পারেন।

নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতও। তিনি বলেন, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরুর জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। দ্রুত পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী।

এদিকে, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষে দ্রুত দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।

দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের প্রার্থীরা অংশ নেবেন পরীক্ষায়। এ ধাপে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ চাকরিপ্রার্থী।

Exit mobile version