parbattanews

প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যান করায় এবার ছাত্রীর গলায় ছুরি: বেঁচে গেল চতুর্থ শ্রেণীর ছাত্রী

8-17

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়েও  সিলেটের মত আরেকটি ঘটনা সৃষ্টির পূর্বেই তড়িৎ ব্যবস্থা নেয়ায় ৪র্থ শ্রেণীর এক ছাত্রী প্রাণে বেঁচে গেল। চার দিন পূর্বে সিলেটের এক কলেজ ছাত্রী প্রেম প্রত্যাখ্যান করায় সন্ত্রাসী বদরুল আলম ছাত্রীকে কুপিয়ে জখম করেছিল।বৃহস্পতিবার তেমনি একটি ঘটনা ঘটতে যাচ্ছিল রাঙ্গামাটির কাপ্তাই এলাকায়।

জানা যায়, কাপ্তাই লগগেইট এলাকার  নবম শ্রেণীর  ছাত্র রবিউল হোসেন (পিতা মো: হিরন) ৪র্থ শ্রেণীর এক ছাত্রী স্কুল হতে  বাসায় ফেরার পথে  ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করালে বখাটে রবিউল হাসান রাস্তার মধ্যে প্রতিরোধ করে  ছুড়ি দিয়ে গলায় ধরে মারার জন্য।

এরপর স্কুল ছাত্রী চিৎকার করলে এলাকার লোকজন এসে ছুরিসহ বখাটকে আটক করে। পরর্বতীতে   এলাকার লোকজন ইউপি সদস্য সামাজিক বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করে। বৈঠকে বখাটে রবিউলের অভিভাবক এ ধরনের ঘটনা আর হবেনা বলেও  মুছলেকা দিয়ে তাকে নিয়ে যায।

উল্লেখ্য দু’জনেই অপ্রাপ্ত বয়স্ক বিধায় ব্যাপারটি সামাজিক ভাবে সমাধান করা হয়েছে।

Exit mobile version