parbattanews

ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী আলোকিত মানুষ গড়তে কাজ করছে- দীপংকর এমপি

‘সমাজে এক শ্রেণির মানুষ আছে যারা নানাভাবে সমাজের মধ্যে বিভেদ লাগিয়ে রাখে। কখনো পাহাড়ি-বাঙালি, কখনো হিন্দু-মুসলিম এবং ধর্মের নামে দ্বন্দ্ব তৈরি করে। এমন অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে। মানুষ মানুষে ভেদাভেদ করা যাবে না। সমাজকে আলোকিত করতে হলে আলোকিত মানুষের প্রয়োজন। ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী আলোকিত মানুষ গড়তে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী উচ্চ বিদয়ালয়ের মাঠে আয়োজিত ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন সাংসদ দীপংকর তালুকদার।

আমন্ত্রিত অতিথিবৃন্দ

তিনি আরো বলেন, সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। প্রত্যেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সহযোগিতা করছে। সম্প্রতি লংগদু উপজলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের ও সমাজের উন্নয়ন বেগবান হবে। ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী এলাকায় শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। ভবিষ্যতে তাদের যে কোন কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালীর স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ ইবনে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গুলশাখালী রাজনগর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, ডাক, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আবদুর রহিম প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, জেলা আওয়ামীলীগর তথ্য ও গবষণা সম্পাদক রফিকুল মাওলা, উপজলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে লংগদু উপজেলা থেকে চাকুরী ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক লতিফা ইয়াসমিন, বাংলাদশ নৌবাহিনীর লেফটেন্যান্ট নাজমুল হোসাইন, বাংলাদশ সেনা বাহিনীর লেফটেন্যান্ট আবু রায়হান, ডা. মনিরুল ইসলাম মাসুদকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেয় সংগঠনের পক্ষ থেকে। শেষে গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান পরিবেশিত হয়।

Exit mobile version