parbattanews

ফাইনালের আগে হঠাৎ নিয়মে রদবদল করলো আইসিসি!

শেষ মুহূর্তে হঠাৎ নিয়মে রদবদল। এগিয়ে আনা হয়েছে ফাইনাল ম্যাচে টসের সময়। সাধারণত ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে টস করার নিয়ম থাকলেও আগামীকাল টস হবে ৩৮ মিনিট আগে। অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও আইসিসি টসের সময় পরিবর্তন করায় টস হবে দুপুর ১টা ২২ মিনিটে। তবে খেলা শুরু হবে আগের সময়েই, দুপুর ২টায়।

বিশ্বকাপের ফাইনালে হঠাৎ টসের সময় এগিয়ে আনার কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, শিরোপার লড়াই শুরু হওয়ার আগে ফাইনালের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কনসার্ট আয়োজন করা হবে। এছাড়া আতশবাজি প্রদর্শনী ও নানা আয়োজন রয়েছে। আর তাই টসের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে সব আয়োজনের সর্বনাশ করতে পারে বৃষ্টি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মেলবোর্নের বৃষ্টির সম্ভাবনা শতভাগ। আট থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকালের রিজার্ভ ডে-তেও। তবে আইসিসি চেষ্টা করছে, যে করেই হোক ম্যাচটা পরিপূর্ণভাবে আয়োজন করতে। সেই জন্য আরো কিছু নিয়মেও পরিবর্তন আনছে আইসিসি।

Exit mobile version