parbattanews

ফাইনালের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ: ক্যাবরেরা

দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। ভারতের সাফে শেষ চারে কুয়েত বাঁধ পেরোতে পারলেই ২০০৫ সালের পর আবারও ফাইনালের মঞ্চে পৌঁছে যাবে লাল সবুজের জার্সিধারীরা।বাংলাদেশ দলের লক্ষ্যও সেই ফাইনাল।

ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ-কুয়েতের মধ্যকার ম্যাচটি শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে। ভারত-লেবাননের আরেক সেমি ফাইনালও আজ। গতকাল শুক্রবার (৩০ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন চার দলের কোচ আর অধিনায়কই।

বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আর অধিনায়ক জামাল ভুঁইয়া নিজেদের সামর্থ্যের আর প্রত্যাশার কথা জানিয়েছেন সেখানেই। দুজনের কন্ঠেই ছিলো ফাইনালে ওঠার প্রত্যয়। দুজনই জানান ফাইনালের জন্যই মাঠে নামবে বাংলাদেশ

ক্যাবরেরা বলেন, ‘অবশ্যই সেমিফাইনাল আমাদের প্রথম লক্ষ্য ছিল। সেটা পূরণ হওয়ায় আগামীকাল আমরা শুধুই ম্যাচ উপভোগ করতে নামব না। আমাদের লক্ষ্য এখন ফাইনাল নিশ্চিত করা।’

গ্রুপ পর্বের খেলা শেষে কুয়েতের তুলনায় বাংলাদেশ রিকভারি সময় কম পেয়েছে। বাংলাদেশের কোচ বিষয়টি নিয়ে শুরুতেই বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারাদিন রিকভারি ছিল আমাদের। আজ অনুশীলন রয়েছে, সঙ্গে রিকভারি নিয়েও কাজ হবে।’

শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত বেশ শক্তিশালী দল। প্রতিপক্ষ নিয়ে ক্যাবরেরা বলেন, ‘আমরা প্রতি ম্যাচের আগেই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি। আমরা জানি তারা শক্তিশালী দল। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছি।’

Exit mobile version