parbattanews

ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালো অস্ট্রেলিয়া

আজ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের জমজমাট ফাইনাল। ৪ বছর পর আবারও কার হাতে উঠবে ওয়ানডে বিশকাপের শিরোপা সে লক্ষ্যেই টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

রোববার (১৯ নভেম্বর) গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনাল দেখতে উপস্থিত হয়েছে ১ লাখ ৩০ হাজার দর্শক। ইতোমধ্যে দুপুর আড়াইটায় খেলা শুরু হয়ে গেছে।

উইকেট শুকনো দেখা যাচ্ছে এবং সন্ধ্যার পর শিশির সমস্যা করতে পারে, এ কারণেই প্রথমে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। আবার টস হেরেও ব্যাট করার সুযোগ পেয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব, ।

অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

Exit mobile version