parbattanews

ফাইনাল খেলার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া অন্য কোনো পথ নেই টাইগারদের সামনে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরেছিল। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। তবে শনিবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা-চ্যালেঞ্জ জয়ের কথা জানিয়ে রেখেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘আমরা ঘরের বাইরে খেলছি। কন্ডিশনও আমাদের অজানা। লাহোরের কন্ডিশন আর এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। এটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ১৬৪ রানে অলআউট হওয়ার পর অনায়াসেই ম্যাচ জেতে লঙ্কানরা। এরপর পাকিস্তানে স্বাগতিক দলের বিপক্ষেও ছিল একই পরিণতি। ১৯৩ রানে অলআউট হওয়া ম্যাচে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৭ উইকেটের ব্যবধানে। হাথুরুসিংহে স্বীকার করেছেন দুই ম্যাচে তার দল যেমন ক্রিকেট খেলেছে, তারা মোটেও তেমন দল নন, ‘গত ৩ ম্যাচ ধরে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে, তাও আবার ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে যা করে দেখিয়েছি, তার চেয়েও ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি।’

ক্যান্ডিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ ছিল। অভিষিক্ত তানজীদ হাসান তামিম শূন্য রানে আউট হয়েছেন। এরপর দুই ম্যাচে মিরাজকে খেলায় টিম ম্যানেজম্যান্ট। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেলেও পাকিস্তানের বিপক্ষে ফেরেন মাত্র ২ রানে। শনিবারের ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন আসাটা প্রায় নিশ্চিত। নাঈম শেখের বদলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এনামুল হক বিজয়ের। অন্যদিকে, লিটন ফিরছেন ওপেনিং পজিশনে। যদিও একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন হাথুরুসিংহে। তার ওপর কলম্বোয় বৃষ্টি হয়েছে টানা। সেই শঙ্কা আছে ম্যাচের দিনও, ‘আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। কাল এসে সিদ্ধান্ত হবে। কন্ডিশন, পিচের ওপর নির্ভর করছে। আবহাওয়ার কারণে পিচ বদলে যেতে পারে। গত কিছু দিন আবহাওয়া কেমন ছিল আমরা জানি। তাই সিদ্ধান্ত কাল নেওয়া হবে।’

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে। হারের পর বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান। তবে শনিবার আফিফ হোসেনের জায়গায় ফিরতে পারেন মেহেদী হাসান। যদিও এই ব্যাপারে রহস্য রেখে দিয়েছেন কোচ, ‘এই উইকেট আমি অনেক দিন ধরে চিনি। এটা একটু ভিন্নধর্মী। সারা রাত কভারে ঢাকা থাকবে। আরও ২৪ ঘণ্টা পর খেলা। কতটুকু রোদ লাগবে, কতক্ষণ অনাবৃত থাকবে এসবের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করব।’

এদিকে, বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ দারুণ একটা বোলিং ইউনিট পেয়েছে। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত যা দেখেছি তাই মনে হয়েছে। তাদের বোলিংয়ে মুগ্ধ হয়েছি, বিশেষ করে পেস বোলারদের দেখে। তারা বড় মাপের পেসার, শক্তিশালী, অ্যাকুরেট এবং তারা মুভমেন্ট পাচ্ছে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, ভালোভাবে প্রস্তুত আছি এবং দলের প্রত্যেক ব্যাটার কীভাবে বোলারকে মানিয়ে নিচ্ছে।

Exit mobile version