parbattanews

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২ নম্বরে

কাতার বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান এখন ১৯২ নম্বরে। এতে জামাল ভূঁইয়াদের ফিফা র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে আরো চার ধাপ। এবারের আন্তর্জাতিক সূচির শুরুতে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল। এতে কিছুটা আশা জাগলেও শীঘ্রই তা রূপ নেয় হতাশায়।

এশিয়ান কাপের বাছাইয়ে তিন ম্যাচের সবকটিতে হেরে যায় লাল-সবুজের দল। এর মধ্যে বাহরাইনের বিপক্ষে ২-০, তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ এবং মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে হারে জামাল ভূঁইয়ারা। এই একটানা পরাজয়ের প্রভাব পড়েছে ফিফা র‍্যাংকিংয়ে। চার ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২!

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরের অবস্থান পাকিস্তান (১৯৬) এবং শ্রীলঙ্কা (২০৭)। একসময় বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভুটান এখন ১৮৬ নম্বরে। নেপালের র‍্যাংকিং ১৭৬। গত কয়েক বছর ধরে ফুটবলে ধারাবাহিক উন্নতি করে যাওয়া ভারত উঠে এসেছে ১০৪ নম্বরে।

উল্লেখ্য, র‍্যাংকিংয়ে শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে ব্রাজিল এবং বেলজিয়াম। তবে ফ্রান্সকে সরিয়ে আর্জেন্টিনা উঠে এসেছে তিনে।

Exit mobile version